Wednesday, December 31, 2014

General Knowledge About Temparature


১। প্রশ্নঃ জুল কিসের একক ?
উত্তরঃ তাপ
২। প্রশ্নঃ এস আই পদ্ধতিতে তাপের একক কি ?
উত্তরঃ জুল
৩। প্রশ্নঃ তাপের একক কি ?
উত্তরঃ ক্যালরি
৪। প্রশ্নঃ এক গ্রাম পানির তাপমাত্রা ২থেকে ৩ সেলসিয়াস বৃদ্ধি করার জন্য কত তাপের প্রয়োজন ?
উত্তরঃ ১ ক্যালরি
৫। প্রশ্নঃ এক গ্রাম পানির তাপমাত্রা ২০থেকে ৩০ সেলসিয়াস বৃদ্ধি করার জন্য কত তাপের প্রয়োজন ?
উত্তরঃ ১০ ক্যালরি
৬। প্রশ্নঃ পরম শুন্য তাপমাত্রা সমান কত ?
উত্তরঃ -২৭৩সেন্টিগ্রেড
৭। প্রশ্নঃ পরম শুন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন কত ?
উত্তরঃ শূন্য
৮। প্রশ্নঃ NTP এর পূর্ণরুপ কি ?
উত্তরঃ Normal Temperature & Presure
৯। প্রশ্নঃ তাপমাত্রার কোন ক্ষেত্রে শূন্য ডিগ্রী সবচেয়ে বেশী ঠান্ডা ?
উত্তরঃ কেলভিন
১০। প্রশ্নঃ পানি কত ডিগ্রী তাপমাত্রায় ফোটে ?
উত্তরঃ ১০০ C
১১। প্রশ্নঃ ফারেনহাইট স্কেলে পানির স্ফুটানাংক কত ?
উত্তরঃ ২১২
১২। প্রশ্নঃ ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে কত ডিগ্রি তাপমাত্রায় সমান তাপমাত্রা নির্দেশ করে ?
উত্তরঃ -৪০
১৩। প্রশ্নঃ ৫০ ডিগ্রি ফারেনহাইট উষ্ণতার সমান ?
উত্তরঃ ১০ ডিগ্রি সেন্টতীগ্রেড
১৪। প্রশ্নঃ সেন্টিগ্রেড মাপে তাপমাত্রার পরিবর্তন ৪৫ হয় তাহলে কেলভিন মাপে কত হবে ?
উত্তরঃ ৪৫
১৫। প্রশ্নঃ শরীরের তাপমাত্রা মাপতে সাধারণত ব্যবহৃত হয় ?
উত্তরঃ ক্লিনিক্যাল থার্মোমিটার
১৬। প্রশ্নঃ ক্লিনিক্যাল স্কেলে সাধারণত কোন স্কেল ব্যবহার করা হয় ?
উত্তরঃ ফারেনহাইট
১৭। প্রশ্নঃ ক্লিনিক্যাল থার্মোমিটারে কত পর্যন্ত দাগ কাটা থাকে ?
উত্তরঃ ৯৫-১১০ফারেনহাইট
১৮। প্রশ্নঃ মানবদেহের উষ্ণতা কত ?
উত্তরঃ ৯৮.ফারেনহাইট
১৯। প্রশ্নঃ ৯৮. ফারেনহাইট সমান কত ডিগ্রি সেলসিয়াস ?
উত্তরঃ প্রায় ৩৭ সেলসিয়াস
২০। প্রশ্নঃ একটি বদ্ধ ঘরে একটি চালু ফ্রিজের দরজা খুলে রাখলে ঘরের তাপমাত্রা
উত্তরঃ অপরিবর্তিত থাকবে

2 comments:

  1. Best Casinos in Mexico With Bitcoin & Casinos
    This is 룰렛 만들기 a list 토토 배당률 보기 of 해외 토토 사이트 the best and safest casinos in Mexico 블랙 잭 with Bitcoin, Ethereum, LTC, op사이트 Bitcoin, Litecoin, and more!

    ReplyDelete
  2. Play Free Roulette - Casino - Mapyro
    Play online roulette games with real 인천광역 출장샵 dealers. The Roulette game requires 용인 출장안마 no 포커 skill, as you can easily 용인 출장마사지 pick and choose 경기도 출장샵 your game.

    ReplyDelete