১।প্রশ্নঃনোবেল পুরস্কারের প্রবর্তক কে?
উত্তরঃআলফ্রেড বার্নাড নোবেল
২।প্রশ্নঃনোবেল পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয়?
উত্তরঃসুইডেন
৩। প্রশ্নঃমোট কয়টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়?
উত্তরঃ৬টি
৪।প্রশ্নঃ নোবেল পুরস্কার কবে থেকে চালু আছে?
উত্তরঃ১৯০১ সাল থেকে
৫ ।প্রশ্নঃপ্রথম নোবেল বিজয়ী নারী কে?
উত্তরঃমাদাম কুরি(১৯০৩)
৬।প্রশ্নঃনোবেল বিজয়ী বাঙ্গালী জ্ঞান সাধকের সংখা কত?
উত্তরঃ৩
৭ ।প্রশ্নঃশান্তিতে নোবেল বিজয়ী প্রথম এশিয় কে?
উত্তরঃইসাকো সাতো
৮।প্রশ্নঃদুবার নোবেল পুরস্কার কে পেয়েছিলেন?
উত্তরঃমেরী কুরী
৯।প্রশ্নঃশান্তিতে নোবেল বিজয়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে?
উত্তরঃজিমি কার্টার (২০০২),বারাক ওবামা (২০০৯)
১০।প্রশ্নঃতিনবার নোবেল পুরস্কার পেয়েছেন কে?
উত্তরঃআন্তর্জাতিক রেডক্রস কমিটি(১৯১৭,১৯৪৪,১৯৬৩)
১১।প্রশ্নঃশান্তিতে নোবেল বিজয়ী প্রথম নারী কে?
উত্তরঃবারথাভন সুটনার(১৯০৫)
১২।প্রশ্নঃ নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারী কে?
উত্তরঃশিরীন এবাদী(২০০৩)
১৩।প্রশ্নঃকোন মুসলিম মনীষী প্রথম নোবেল পুরস্কার পান?
উত্তরঃআনোয়ার সাদাত
১৪।প্রশ্নঃকোন ব্রিটিশ প্রধানমন্ত্রী সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন?
উত্তরঃউইলস্টন চার্চিল
১৫।প্রশ্নঃসাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন কে?
উত্তরঃজ্যা পল সাত্রে
১৬।প্রশ্নঃসাহিত্যের মরণোত্তর একমাত্র নোবেল বিজয়ী কে?
উত্তরঃএরিক কে, কার্লফেল্ট(১৯৩১)
১৭।প্রশ্নঃসাহিত্যে নোবেল বিজয়ী প্রথম নারী কে?
উত্তরঃসেলমা লেগেরলফ(১৯০৯)
১৮।প্রশ্নঃ নোবেল বিজয়ী প্রথম এশিয় নারী কে?
উত্তরঃমাদার তেরেসা(১৯৭৯)
১৯।প্রশ্নঃসাহিত্যে নোবেল বিজয়ী প্রথম পুরুষ কে?
উত্তরঃসুলি প্রুধোম(১৯০১)
২০।প্রশ্নঃআলফ্রেড বার্নাড নোবেল কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তরঃ১৮৩৩ সালের ২১ অক্টোবর।
much helpfull
ReplyDelete